মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

দুই যুগের সাফল্যের গল্পগাথা!ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান

মোস্তাফিজুর রহমান উজ্জলঃ

দুই যুগের সাফল্যের গল্পগাথা!ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান

মোস্তাফিজুর রহমান উজ্জলঃ দর্শক চাহিদার শীর্ষে থেকে একাই রাজত্ব করছেন।

বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘ এই সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে তার ধারে কাছে কেউ নেই।’
সফল পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘মূলধারার চলচ্চিত্র বাঁচানোর চাবি এখনও শাকিবের হাতে।’
কণ্ঠশিল্পী আসিফ বলেন, ‘যশ খ্যাতি উপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারেন। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এদেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলেবেলে দূরন্তপনায় ভালো-মন্দ সবই ছড়িয়ে পড়ে দ্রুত, সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মতো। এখনো শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারের পালে বাতাস পায়, নায়িকারা ব্রেক পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভালো সিনেমা বানানোর স্বপ্ন দেখেন।’
শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ। তার বাবা আব্দুর রব, মা নূরজাহান।

শাকিবের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে দেশীয় সিনেমার আতুড়ঘর চলচ্চিত্র শিল্প। নানা পথ ঘুরে, কষ্টকে জয় করে ১৯৯৯ সালের ২৮ মে সেই যে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রেখেছেন। তারপর শুধু এগিয়ে গেছেন। একের পর এক হিট, সুপারহিট সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। শাকিব খানের সেই স্বপ্নযাত্রার দুই যুগ পূর্ণ হলো আজ রবিবার (২৮ মে)।
অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসায় ঢালিউড কিং শাকিব খান।

২০০৬ সালে এফ আই মানিকের কোটি টাকার কাবিন, চাচ্চু দিয়ে সাফল্যের রাজপথে পা রাখলেও ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ২০০৭-০৮ সাল। এই দুই বছরে তার অভিনীত ২৯টি সিনেমার মধ্যে ছিল ১৫ কোটি টাকা ব্যবসা করা ক্যারিয়ারে অন্যতম সুপারহিট ছবি ‘প্রিয়া আমার প্রিয়া’। এরপর ২০০৯ সালে দুই ঈদে ৮টি সিনেমা মুক্তি পায় যে রেকর্ড আজও ঢাকাই সিনেমায় বিরল!

যৌথ প্রযোজনায় তার অভিনীত ‘শিকারি’, ‘নবাব’ দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলে।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’-এর মতো হিট সিনেমা উপহার দেন তিনি।

এ পর্যন্ত প্রায় ২৪৭টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সবশেষ মুক্তি পায় ‘লিডার: আমিই বাংলাদেশ’

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান অসংখ্যবার মেরিল-প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার ও সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।

আপনার মতামত দিন

Posted ৯:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com