মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ভূঞাপুরে বাদামে ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ভূঞাপুরে বাদামে ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে চলতি বছরে ১ হাজার ৭’শ হেক্টর জমিতে ৩ হাজার ৫৭০ মেট্রিকটন বাদাম উৎপাদন হয়েছে। এবছর চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রতি মন বাদাম বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। বাম্পার ফলন ও ভালো দাম পাওয়া খুশি বাদাম চাষিরা।

প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদামের চাষ করেন চরাঞ্চলের কৃষকেরা। চলতি বছরের বন্যায় উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার এই ক্ষতি পুষিয়ে নিতে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদাম চাষ করেন তারা। বাদাম মুখরোচক ও সুস্বাদু খাবার। বাদাম চাষ সহজ ও লাভজনক। তাছাড়া বাড়তি সার ও সেচের প্রয়োজন হয়না। হাট বাজার গুলোতে চরাঞ্চলের অন্যান্য ফসলের চেয়ে বাদামের চাহিদা ও দাম অনেক বেশি।

উপজেলার যমুনা চরাঞ্চলের বাদাম চাষিরা বলেন- আমরা প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে যমুনা চরাঞ্চলে বাদামের চাষ করে থাকি। অন্যান্য বছরের চেয়ে এবছর বাদামের ফলন ভালো হয়েছে। স্থানীয় হাট-বাজার গুলোতে বাদামের চাহিদা ও দাম অনেক বেশি। এবছর বিঘা প্রতি ৮ থেকে ১১ মন বাদাম হয়েছে। তারা আরো বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে আমাদেরকে উন্নত মানের বাদাম বীজ ও সার দিয়েছে।

হাটে আসা বাদামের মহাজন জুবায়ের, মুক্তার ও কাওসার বলেন, এবছর বাদামের চাহিদা বেশি থাকায় গত বছরের চেয়ে অনেক বেশি দামে বাদাম কিনতে হচ্ছে আমাদের। এবছর হাট গুলোতে বাদামের আমদানি অনেক বেশি। বর্তমানে প্রতি মন বাদাম ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় কিনতে হচ্ছে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, উপজেলার যমুনা চরাঞ্চলের বালি মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বন্যা পরবর্তী সময়ে এখানকার কৃষকরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদাম চাষ করেন চরাঞ্চলের চাষীরা। বাজারে বাদামের ভালো দাম পাওয়ায় প্রতিবছর কৃষকদের মাঝে বাদাম চাষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এবছর উপজেলার যমুনা চরাঞ্চলের ১ হাজার ৭’শ হেক্টর জমির বাদাম চাষ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৫৭০ মেট্রিকটন।

আপনার মতামত দিন

Posted ৭:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com