মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

হাজী জাহিদ

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

হাজী জাহিদ: নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাদেক ও আশরাফুল। ছবি: সংগৃহীতনরসিংদীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) মারা গেছেন।

আজ সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী সদর থেকে গুরুতর অবস্তায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সাদেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় অপর গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২৫) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে আজ বিকেল ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে পাশে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন। আশরাফুল ইসলাম জেলা ছাত্রদলের নেতা। তাঁরা সর্বশেষ ঘোষিত জেলা ছাত্রদলের কমিটিতে পদ পাননি।

কমিটিতে পদ না পাওয়া ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহসভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদ না পাওয়া নেতা-কর্মীরা আন্দোলন করছিলেন। এর জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনাও ঘটে।

ছাত্রদলের কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় এলাকায় মোটরসাইকেল মহড়া করে বিক্ষোভ করছিলেন ছাত্রদলে পদ না পাওয়া নেতা-কর্মীরা। তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় ছাত্রদলের অপর পক্ষের নেতা-কর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কমিটিতে পদ না পাওয়া সাদেক ও আশরাফুল। পরে তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জেলা ছাত্রদলের কমিটি থেকে সম্প্রতি বহিষ্কার হওয়া সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এ হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনকেই গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অপর জনকে আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।’

আপনার মতামত দিন

Posted ৯:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com