মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নূরজাহান মুরশিদের ৯৮তম জন্মবার্ষিকী আজ

গোলাম রাব্বানী, নির্বাহী সম্পাদক:

নূরজাহান মুরশিদের ৯৮তম জন্মবার্ষিকী আজ

গোলাম রাব্বানী, নির্বাহী সম্পাদক: আজ ২২ মে সোমবার, বাংলার নারী জাগরণের বিশিষ্ট নেত্রী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ ও সাবেক সংসদ সদস্য, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী নূরজাহান মুরশিদের ৯৮তম জন্মবার্ষিকী।

১৯২৫ সালের ২২ মে উদার বাঙালি নবজাগরণের আবহসমৃদ্ধ এক সম্ভ্রান্ত পরিবারে নূরজাহান মুরশিদের জন্ম, পরবর্তীকালে যিনি নিজেও এক অতি উদার দৃষ্টিভঙ্গির নারী হিসেবে নিজেকে গড়ে তোলেন। আজীবন গণতন্ত্রমনা নূরজাহান মুরশিদ ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানে আইয়ুবের সামরিক শাসনবিরোধী রাজনৈতিক অভিযাত্রায়, সংগ্রামে, আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে ছিলেন সক্রিয়ভাবে।

তিনি ১৯৫৪ সালে ‘যুক্তফ্রন্টের’ প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ আসন থেকে প্রাদেশিক পরিষদ সদস্য পদে জয়লাভ করেন। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন, ১৯৬৮-৬৯ সালের গণ-অন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন এবং নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৯-৭১ পর্যন্ত তিনি পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর অনিশ্চিত ও ভীতিকর দিনগুলোতে যে ক’জন সাহসী মানুষ আওয়ামী লীগকে পুনর্গঠনের গুরুদায়িত্ব কাঁধে নেন তিনি তাদের অন্যতম। তার ভাবনা, আদর্শ, কর্ম আমাদের জন্য পথের দিশারি হয়ে থাকবে।

জন্মবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আপনার মতামত দিন

Posted ৭:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com