মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

জীবন চলামান; মৃত্যু অবধি চলবে অবিরত তার নিজ গতিতে আমরা জানি!

গোলাম রাব্বানী, নির্বাহী সম্পাদক:

জীবন চলামান; মৃত্যু অবধি চলবে অবিরত তার নিজ গতিতে আমরা জানি!

জান্নাত তোমা

অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট:

চলমান এই সময়কে আমরা দুটি ভাবে পেয়ে থাকি জীবনের গল্পে; কখনো পজেটিভ সময় আবার কখনো নেগেটিভ সময়!! কোন একজন মানুষের জীবনও একতরফা ভাবে পেজেটিভ সময় পায়নি আবার কেউ একতরফা ভাবে নেগেটিভ সময়ও কাটায়নি পৃথিবীতে।

জন্মের পর পিতা-মাতার আদর স্নেহের স্পর্শ থেকে পড়াশোনা করা, ক্যারিয়ার, ভাল বিবাহ এবং স্বাভাবিক সংসার জীবন আমাদের কাম্য। অনেকে পেয়েও থাকে।।

কিন্তু, এই স্বাভাবিক জীবন স্রোতে হঠাৎ করে বড় ধরনের অসুস্থতা, বাবা-মায়ের মৃত্যু, ডিভোর্স, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, ব্যবসায় ক্ষতি, এগুলো সব নেগেটিভ সময়ের আগমন ; কারও বা ধাক্কা সামলাতে একটু বেশি সময় লাগে, কারও বা কম; আবার কেউ বা ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে সারাটাজীবন পার করে এই নেগেটিভ সময়টা কে 😭!!

একটি পজেটিভ সময় পার করা মানুষ কখনো নেগেটিভ সময়ের মানসিক যন্ত্রণা বোঝেনা কিন্তু নেগেটিভ সময় পার করা মানুষ গুলো পজেটিভ সময় পাওয়ার জন্য যুদ্ধ করে চলে; তাই জীবন যুদ্ধে পজেটিভ সময় প্রাপ্ত মানুষের সাথে নেগেটিভ সময় প্রাপ্ত মানুষের কোনদিন তুলনা হয়না।।

যার আঘাত নেই, সে যন্ত্রণা বুঝবে না এটাই স্বাভাবিক।।
তাই আমাদের উচিত, চারপাশের মানুষের মানসিক যন্ত্রণা না বুঝলেও তাকে মানসিক সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নেওয়া।।

একটু মানসিক সাপোর্ট একটা আত্মহত্যা পরিকল্পনাকারীকেও বাঁচার স্বপ্নে ফিরিয়ে আনতে পারে।।

আপনার মতামত দিন

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com