মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

অভিযোগ পেয়ে অভিযানে নামলেন পুলিশ ৩ গরু উদ্ধার ও দুই চোরকে আটক

আল আমিন বিন আমজাদ:

অভিযোগ পেয়ে অভিযানে নামলেন পুলিশ ৩ গরু উদ্ধার ও দুই চোরকে আটক

আল আমিন বিন আমজাদ: দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি হ‌ওয়া তিনটি গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

চুরি হ‌ওয়া পরপরেই দ্রুত অভিযান চালিয়ে চোরাই গরু সহ তাদের আটক করা হয়।
চুরির অভিযোগে আটক ব্যাক্তিরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আশরাফ আলীর ছেলে এমদাদুল হক(৩২)
একই উপজেলার সিদলগুম্ব এলাকার ফরাজ উদ্দিন এর ছেলে বাবু (৩৮)।
থানা সূত্রে জানা গেছে সোমবার ১৫মে দিবাগত রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া মোড় এলাকার মোকারম হোসেনের বাড়ী থেকে একটি গাভী,একটি আড়িয়া গরু এবং একটি বকনা গরু নিয়ে গাড়ীতে উঠায়, তখন বাড়ীর লোকজন টের চেচামেচি শুরু করে,
ততখনে চোরেরা গরু নিয়ে পালিয়ে যায়।
সেই রাতেই গরুর মালিক থানা পুলিশকে খবর দেয় এবং পরদিন ১৬ মে সকালে থানায় অজ্ঞাত নামা চোরেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযান শুরু করে,প্রথমে মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গরুর হাটে একজন ক্রেতার কাছ থেকে একটি গরু উদ্ধার করে।
পরে ওই গরুর সুত্র ধরে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে বাকি দুটো গরু উদ্ধার সহ এমদাদুল হক এবং বাবু কে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের চৌকস দল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানায়,তিনটি গরু সহ চুরির সাথে জড়িত দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে,আরও কয়েকজন জড়িত রয়েছে,বাকিদেরও আটক করতে অভিযান চলমান রয়েছে। তিনি আরো বলেন
আইন-শৃঙ্খলা রক্ষার্থে ফুলবাড়ী থানা পুলিশ সব সময় সজাগ রয়েছে,চুরি ডাকাতি রোধে ফুলবাড়ী থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন

Posted ৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com