মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

মধুপুরে গর্ভবতি মহিলাকে মারপিট বাড়ি ঘরে হামলা ভাংচুর

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

মধুপুরে গর্ভবতি মহিলাকে মারপিট বাড়ি ঘরে হামলা ভাংচুর

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কামারচালা এলাকায পূর্ব শত্রুতার জেরে মুত রফিকুল ইসলামের ছেলে মনির হোসেনের চার মাসের গর্ভবতি স্রী শিমু আক্তার (২০)কে মারপিট করে গুরুতর জখম ও বাড়ী ঘরে হামলা করে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায় মনির হোসেন রবিবার সকালে পার্শবর্তী মলকা এলাকায় ধান কাটতে যায় তার স্রী শিমু আক্তার তার জন্য দুপুরের খাবার নিয়ে যায় এবং তার কাজের সহযোগিতা করেন। ধান কাটা শেষে মলকা এলাকায় তার নানার বাড়ীতে ধান মাড়াই করে দিন শেষে সন্ধায় বাড়ী ফিরার পথে এলাকার সিদ্দিক মুন্সীর বাড়ীর কাছে এলে বিবাদী কামারচালা গ্রামের মৃত কাসেম আলীর ছেলে হাসমত আলী, আব্দুস সাত্তারের ছেলে আবু ছাইদ, হাসমত আলীর ছেলে আনোয়ার হোসেন,ও আলম , আলমের ছেলে আল আমিন, আব্দুস ছাত্তারের ছেলে সবুজ, জয়নালের ছেলে আব্দুস সাত্তার আরো কয়েক জন মিলে তাদেরকে রাস্তায় আটকালে মো.মনির হোসেন ভয়ে দৌড়ে সড়ে গেলে মনিরের গর্ভবতী স্রী শিমু আক্তারকে এলোপাথারী মারপিট করে গুরুতর জখম করে। আহতের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।পরে আহত শিমু আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠান । বর্তমানে সে মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিবাদীগন বাড়ীতে এসে মনিরের বাড়ীতে হামলা করে ভাংচুর করে তার ঘরে রাখা পন্চাশ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান মনির হোসেন। তার মামা মো. জামাল চিশতি তাদেরকে বাধা দিলে তার বাড়ীর টিনের গেট, ঘরের বেড়া কুপাইয়া ও বাইরাইয়া ভাংচুর করে। তার খালাত ভাই মিলন চাপড়ি বাজার হতে রাতে বাড়ী ফিরার পথে বিবাদীগন তাকেও মারপিট করার জন্য রাস্তায় আটকালে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বলে জানান মিলন। এ এব্যাপারে মনির হোসেন বাদী হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

আপনার মতামত দিন

Posted ১২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com