মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ভূঞাপুরে ডিসির দিনব্যাপি বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ভূঞাপুরে ডিসির দিনব্যাপি বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে দিনব্যাপি বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

মঙ্গলবার ( ৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া বিনতে আখতার, ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম তালুকদার মোহন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদুল হক মাসুদ, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদকর্মীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও নাগরিক সেবা কর্ণার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত এনসিডি কর্ণার উদ্বোধন করেন। এছাড়া সম্পত্তিতে স্ত্রী, মা, কন্যার অধিকার শীর্ষক সচেতনতামূলক সভা ও গারাবাড়িতে আশ্রয়ন প্রকল্প পরিধর্শন করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আপনার মতামত দিন

Posted ৯:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com