মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: সারাদেশের ন্যায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পণ,কেক কাটা ,এতিম শিশুদের মাঝে খাবার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় বনপাড়া বাইপাস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বনপাড়া পৌরসভায় পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনের সভাপতিত্বে পৌরসভা হলরুমে আলোচনা সভা,কেক কাটা,এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরবর্তীতে বিকাল ৪টায় বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও বনপাড়া শহর আওয়ামী লীগের উদ্যোগে বনপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলুর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবির, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান আতা, কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াজেদ আলী সোনার, সাধারণ সম্পাদক নাজমুল আলম সুইট,নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার, নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী,মাঝগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুল হক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সভাপতি শাকিব সোনার প্রমূখ।

আপনার মতামত দিন

Posted ৬:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com