মঙ্গলবার | ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আল-মমিন, সাধারণ সম্পাদক শোভন

মেহেরাবুল ইসলাম সৌদিপ, জিবি :

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আল-মমিন, সাধারণ সম্পাদক শোভন

মেহেরাবুল ইসলাম সৌদিপ, প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লা আল-মমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শোভন কুমার কুন্ডু।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন এর দ্বিতীয় পুনর্মিলনী শেষে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

দায়িত্ব পেয়ে সভাপতি ড. আব্দুল্লা আল-মমিন বলেন, প্রাণের পদার্থ বিজ্ঞান বিভাগের সবাইকে একত্রিত রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক ড. শোভন কুমার কুন্ডু বলেন, অ্যালামনাইকে শক্তিশালী করতে ও গতিশীলতা আনতে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করবো।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুক্রবার পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিসিএস ক্যাডার এবং বৈজ্ঞানিক কর্মকর্তা এই তিন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় বিভাগের এলামনাই শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যালামনাই বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানটি শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত গান গাওয়ার মধ্য দিয়ে শেষ হয়। স্নাতক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নিয়ে মজার স্মৃতিচারণ আর বর্তমান শিক্ষার্থীদের জন্য সুন্দর দিকনির্দেশনাগুলো শিক্ষার্থীদের কাছে সত্যি মনোমুগ্ধকর ছিল।

আপনার মতামত দিন

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com