গোলাম মোস্তফা খাঁন , দাকোপ :
গোলাম মোস্তফা খান, দাকোপ : গতকাল সোমবার দুপুরে দাকোপের পানখালি গ্রামের ইবাদুল শেখের ৭ বছরের কন্যাকে মুখ বেঁধে আসাদ নামের এক যুবক জোর পূর্বক ধর্ষন করে,সকলে টের পেয়ে রক্তাত্ত অবস্থায় প্রথম দাকোপ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটিকে ভর্তি করা হয় বলে মেয়ের আত্মীয় মনিরুল সহ অনেকেই অভিযোগ করেছে।আজ মঙ্গলবার দাকোপ থানায় মেয়ের পিতা ইবাদুল দাকোপ থানায় ধর্ষনের অভিযোগে ইজাহার দায়ের করেছেন বলে জানা গেছে। বিষয়টি একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টায় ২ দিন লিপ্ত ছিল। ধর্ষিতা বর্তমানে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে,খুলনা rab 6 এর কর্মকর্তা ধর্ষনের বিষয়টি শিকার করেছেন।
১৭ জানু ২০২৩
Posted ৭:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩