কবি মনিরুজ্জামান মনির
সূর্যী মামা
মো:মনিরুজ্জামান মনির
“”””””””””””””””””
পূব আকাশে সূর্যী মামা
উঠছো তুমি জেগে।
সারা দেহে শীত ছড়িয়ে
কাঁপাও রেগে রেগে।
সূর্যী মামা দেখছো তুমি
কেমন করে সবাই।
তোমার উত্তাপ পেতে যেনো
করছে ধরায় লড়াই।
“”””””””””””””””””””””””””
শিবপুর, নরসিংদী।
Posted ৮:১৪ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩