শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

সুনামগঞ্জের হাওরের অনাবাদি জমিতে রবিশস্যের সমারোহ পরিদর্শনে আসনে জেলা প্রশাসক 

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ থেকে :

সুনামগঞ্জের হাওরের অনাবাদি জমিতে রবিশস্যের সমারোহ পরিদর্শনে আসনে জেলা প্রশাসক 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট ও লালপুরের মধ্যবর্তী করচার হাওরে একশত বিঘা অনাবাদি পতিত জমিতে রবিশস্যেতে গম,ভূটা,সরিষা,মিষ্টি আলুর চাষাবাদ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও স্থানীয় কয়েকজন কৃষি উদ্যোক্তা মো. নুরুল হক,মো. আব্দুল কদ্দুছ,নজরুল ইসলাম,আবুল বরকত ও খালেদ মিয়ার নেতৃত্বে এই বরিশস্যর আবাদ করা হয়।

শুক্রবার দুপুরে এই বিশাল রবিশস্যর মাঠ পরিদশর্নে আসেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),বিজন কুমার সিংহ,কৃষি বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম,উপজেলা কৃষি অফিসার মো. নয়ন মিয়া,উপ-সহাকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমীন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুহেল মাহমুদ,আলী-রাজা,সৈয়দ ইমরান হোসেন,জাহিদুল ইসলাম,সারোয়ার জাহান,সনি তালুকদার ও গৌরারং ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত আসনের মহিলা সদস্যা জাহামানা বেগম প্রমুখ।
উল্লেখ্য গত ২০২২ সালের নভেম্বরের শেষদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এই কৃষি উদ্যোক্তারা এই বিশাল পতিত জমিতে রবিশস্য আবাদের প্রচেষ্টার অংশ হিসেবে এই আবাদ করেন। এই রবিশস্যর মাঠ দেখতে প্রতিদিন বিভিন্নস্থান থেকে লোকজন আসেন। এই রবিশস্যর আবাদ দেখে আগামীতে আরো স্থানীয় লোকজন আগ্রহ প্রকাশ করলে হাওরের কোথাও কোন অনাবাদি কিংবা পতিত জমি পতিত থাকবে না বরং সকল পতিত জমি একদিন আবাদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬.০১.২০২৩

আপনার মতামত দিন

Posted ৮:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com