আজমেরী সুলতানা, মনোহরদী থেকে :
আজমিরী সুলতানা : মনোহরদী উপজেলা
প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মনোহরদী সরকারী কলেজ মাঠে ছেলে ও মেয়েদের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুটি খেলাই উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। প্রথম ফাইনালে হাতিরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল উত্তর চালাকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। ছেলেদের ফাইনাল খেলাটি ও পূর্ণসময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায়। এতে উপজেলার জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টিম ট্রাইবেকারে ৩-২ গোলে বাঘীবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ জুলাই ২০২২