মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

পলাশের ঘোড়াশালে বৈদ্যুতিক খুঁটি সংযোগ স্টিল পাত রাতের অন্ধকারে চুরি নিয়ে যাচ্ছে

স্ট্যাফ রিপোর্টার :

পলাশের ঘোড়াশালে বৈদ্যুতিক খুঁটি সংযোগ স্টিল পাত রাতের অন্ধকারে চুরি নিয়ে যাচ্ছে

হাজী জাহিদ, স্ট্যাফ রিপোর্টার : নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পলাশ এলাকায় লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবত চোরেরা এক এক করে বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত কাল রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড এর কো- অপারেটিভ এর সামনে পূর্ব দিকে শ্রমিক ইউনিয়ন অফিস এর পার্শ্বে বিশাল বড় এক বৈদ্যুতিক খুঁটির নাট বল্টু খুলে বালুর স্তুুপ এর উপরে পেলে রেখেছে।সময় মত রাতের অন্ধকারে চোরেরা নিয়ে নিয়ে যাবে।এভাবে পলাশ ঘোড়াশাল এলাকায় ঘুরে দেখা যায় বহু বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে বলে এলাকা বাসী অভিযোগ করেন। কো- অপারেটিভ এর সামনে সকালে সরজমিনে গিয়ে দেখা যায় চোরের তান্ডব এর ঘটনা। বিগত সময়ে এসমস্ত মালা মাল চুরি করে নিয়ে অনেকেই ধনাট্য ব্যক্ত হয়েছেন। এসমস্ত চোরদের কারনে এলাকায় মাদক সন্ত্রাস চাঁদাবাজ বেড়ে গেছে এবং এলাকার জনগন আতংকে ভুগছেন। এব্যপারে প্রত্যক্ষদর্শিরা ব্যাবসায়ী শামীম ভূইয়া, আবদুল আলী সহ অনেকে ঘটনার সত্যতা স্বীকার করে বলে চোরদের প্রতিকার এর ব্যবস্থা কেহই করছেন না। এভাবেই লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে বলে জানান এলাকার জনগন। এব্যপারে পল্লী বিদ্যুৎ এর ডি জি এমকে মোঠো ফোনে জানালে তিনি বলেন আমি দেখব এবং কর্তিপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলব।

আপনার মতামত দিন

Posted ৭:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com