অভিশেখ চন্দ্র রায় রিপোর্টার, ঠাকুরগাঁও :
অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির ও শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মন্দিরের আনুষ্ঠানিকতা শেষে এই উদ্বোধন করা হয়।
ঠাকুরগাঁও কেন্দ্র শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির এর সভাপতি মনোরঞ্জন সিং এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরে ১ আসনের সংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, মন্দিরের কোষাধক্ষ্য মানষ রায়, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক, কিশোর কুমার (ভব )সহ অন্যান্যরা।
পূজার অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ।
এর আগে সকালে পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। অঞ্জলি, শান্তি ও মঙ্গল কামনায় হোম যজ্ঞের মধ্য দিয়ে পূজার সম্পূর্ণ করা হয়।
পুজা শেষে হাজারো ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এরপর সন্ধ্যায় শুরু হয় ধর্মীয় কীর্তন।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২