আলী কদম ( বান্দরবন) প্রতিনিধি :
আলীকদম, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ২০২২-২৩ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) বেলা এগারটায় ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ অধিবেশন
অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান কফিল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, পরিষদের অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ,
সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অধিবেশনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে গুরুত্ব দিয়ে ২০২২-২৩ অর্থ বছরের
বাজেট পেশ করা হয়। এ অর্থ বছরে পরিষদের সম্ভাব্য রাজস্ব আদায় ধরা হয়েছে
১০ লক্ষ ৯৭ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯৭ লক্ষ টাকা।
এসময় পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ
হাসিনার সুদক্ষ্য নের্তৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সকল
মানদন্ডে উত্তীর্ণ হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের
সাথে তাল মেলাবে। আমাদেরকে ঠিক সেই লক্ষ অর্জনের জন্য কাজ করে যেতে
হবে।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২