কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বারি পানি কচু-১ (লতিরাজ) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অলোয়া ইউনিয়নের ভারই উত্তরপাড়া মাঠ বাড়ি এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অলোয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবির, ইউপি সদস্য শফিকুল ইসলাম হাসান। এছাড়া উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ ৫০জন কৃষক-কৃষাণী এ মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন, বারি পানি কচু-১ (লতিরাজ) একটি নিরাপদ সবজি। এ সবজি আবাদে তেমন সার-কিটনাশকের প্রয়োজন হয় না। পানিতেও নষ্ট হয় না। এতে স্বাস্থ্যের জন্য উপকারি ক্যালসিয়াম ও আয়রন প্রচুর পরিমাণে থাকে। এছাড়া একজন কৃষক এক বিঘা জমিতে ১২-১৫ হাজার টাকা খরচ করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার লতি, কান্ড ও চারা বিক্রি করতে পারে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২