মু, সোহরাব হোসেন সরকার, কালিগঞ্জ, গাজিপুর :
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জে ( গাজীপুর ) প্রতিনিধি : ২৩ মে, ঐতিহাসিক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে বাংলাদেশ সরকারের ক্রিয়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুধ্ব-১৭ )ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টি
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসসাদিকজামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা ফুটবলার এনায়েতুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী (ভুমি ) কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী,পৌর মেয়র এস এম রবিন হোসেন, জেলা ক্রিয়া সংস্থার ফারজানা আক্তার সাথী। খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির, অর্থ সম্পাদক শরিফ হোসেন খান কনক, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া, গাজী সারোয়ার, খায়রুল আলম, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের, কর্মকর্তা ও নেতৃবৃন্দ সহ প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন ।
কালীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ৮ টি দল অংশ গ্রহণ করে চুরান্তভাবে তুমলিয়া বনাম জাঙ্গালিয়া ইউনিয়ন ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। তুমলিয়া ইউনিয়ন জাঙ্গালিয়াকে ২ শূন্য গোলে পরাজিত করে তুমলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
মেন অব- দা – টুর্নামেন্ট হয়েছে তুমলিয়া ইউনিয়নের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ হোসেন।
Posted ১:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২