কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা, এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই দিবসটি পালন করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা কৃষক লীগের সভাপতি হাসমত আলী প্রমুখ।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২