রাজু আহমেদ, রাজবাড়ি থেকে :
রাজু আহমেদ রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় রপ্তানিমূখি প্রতিষ্ঠান রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
শুক্রবার সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এর আগে সকাল সোয়া ৬টার দিকে মিলের ইমারেশন প্লান থেকে অাগুনের সুত্রপাত হয় বলে জানাগেছে। জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার অালাদীপুরে রাজবাড়ী জুট মিলের ইমারেশন প্লান থেকে মিলে অাগুন ছড়িয়ে পড়ে । এতে মিলের মুল ১ নম্বর ইউনিটের মেশিন, মালামালসহ অফিসসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১