সিরাজগঞ্জ প্রতিনিধি, শাহাদত হোসেন (টুটুল) :
সিরাজগঞ্জ প্রতিনিধি, শাহাদত হোসেন টুটুল : সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাচলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন এ তথ্য জানান। নিহত শরিফুল ইসলাম শামীম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে স্ত্রী শিরিন আক্তার পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী শিরিন আক্তার (৩৫) স্বামী শামীমকে বটি দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে শামীমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শামীম পেশায় মটরসাইকেলের মেকার। এরআগেও সে দুইটি বিয়ে করেছিল। আগের সংসারে তার দুইটি সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রীর সংসারেও রয়েছে আরও তিন সন্তান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।
তারিখ ১০/১২/২০২১
Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১