মোঃ হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর থেকে :
হোসেন শাহ্, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার।সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৯ ডিম্বেবর) সকালে দলীয় কার্যালয় হইতে এক বণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষি করে। ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিজয়ের ৫০বছর পূর্তিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ডা. শিরিন শারমিন চৌধুরী, এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এড.বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ শাহজাহান আলী মন্ডল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সামসুদ্দিন আহমেদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আ: কাদের শেকসহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম। পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতি অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন।
Posted ৯:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১