মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
মোঃ ফিরোজ হোসাইন, আত্রাই নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন ঘোষিত তপশীলে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর নির্ধারিত ছিলো। সে অনুযায়ী গতকাল ৪৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
অনুরুপভাবে ৩৩৩ জন সাধারন সদস্যের মধ্যে ১৪ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এদিকে মনিয়ারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবার খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়ন প্রত্যাহারকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন, শাহাগোলা ইউনিয়নে আব্দুল মান্নান, মোছা: রহিমা, ভোঁপাড়া ইউনিয়নে বাবলু আকন্দ, আহসানগঞ্জ ইউনিয়নে শহিদুল ইসলাম, পাঁচুপুর ইউনিয়নে সখিমুদ্দিন প্রামানিক, বিশা ইউনিয়নে শহিদুল ইসলাম,মনিয়ারি ইউনিয়নে আল্লামা শের-ই বিপ্লব, আব্দুর রাজ্জাক মন্ডল, কালিকাপুর ইউনিয়নে সানোয়ার হোসেন। এছাড়া উপজেলায় ১৪ জন সাধারন সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
Posted ৮:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১