মোঃ হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর থেকে :
হোসেন শাহ্, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা হানাদার মুক্ত দিবসে ‘ বীর নিবাস ‘ এর ভিত্তি প্রস্থর স্থাপন করছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এমপি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইসলামপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে এক বর্ন্যাঢ্য র্যালীর বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
বিশেষ এ দিনে উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর বাটিকামারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর বাড়িতে বীর নিবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযুদ্ধা আবাসন ‘বীর নিবাস’ প্রকল্পের আওতায় ভিত্তি প্রস্থর স্থাপন গৃহ নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।
প্রকল্পটি নির্মাণ কাজে দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজিব এন্ড ব্রাদার্স প্রোপাইটর মোঃ আবু তাহের কতৃক আয়োজিত
ভিত্তি প্রস্থর স্থাপনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার মানিকুল ইসলাম মানিকসহ আরও অনেকেই।
Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১