মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নড়াইলের কালিয়ার ১২টি ইউপির ভোট গ্রহন্ন সম্পন্ন, চলছে গননা

উজ্জল রায়, নড়াইল থেকে :

নড়াইলের কালিয়ার ১২টি ইউপির ভোট গ্রহন্ন সম্পন্ন, চলছে গননা

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলের কালিয়া ১২টি ইউনিয়নে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। রোববার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এখন চলছে গননা। কে হাসবেন শেষ হাসি তার জন্য অপেক্ষ করতে হবে আরও কয়েক ঘন্টা। এদিকে কালিয়ায় উপজেলার নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। রোববার দুপুর ১২টার দিকে খাশিয়াল ইউনিয়নের টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও দুপুর দুইটার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাশিয়াল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হালিমা বেগমের সমর্থকেরা টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে ঢোকার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোটররা ভয়ে ছোটাছুটি করে। এ ঘটনায় তিনজন আহত হয় এদিকে বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার রযিউল হাসানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রের মধ্যে ঢুকে পড়ে। তাঁরা ব্যালট বাক্স ও ব্যালটপেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার সময়ে বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থকেরা জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কালিয়ার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খাতুন জানান, এতে ভোট গ্রহণ স্থগিত হয়নি। দুটি কেন্দ্রেই আধাঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নির্বাচনে ১০৮ টি ভোট কেন্দ্রে ৪৬৫ টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ৩৬১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপনার মতামত দিন

Posted ৪:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com