শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

সেনবাগে পৌর নির্বাচনে মেয়রে ৩ জন, ইউপি চেয়ারম্যানে ৩৭ জনের মনোনয়ন দাখিল

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে পৌর নির্বাচনে মেয়রে ৩ জন, ইউপি চেয়ারম্যানে ৩৭ জনের মনোনয়ন দাখিল

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সেনবাগে আগামী ২৮ নভেম্বর ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আসন্ন ইউপি ও পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।

২ নভেম্বর মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পৌর মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন।
তাঁরা হলেন-সেনবাগ পৌর সভার বর্তমান মেয়র আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আবু জাফর টিপু,স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে সেনবাগ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু নাছের ভিপি দুলাল ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বীরমুক্তিযোদ্ধার সন্তান মজিবুল হক বাবুল।

এছাড়াও সেনবাগ পৌরসভার কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে মোট ৪৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অপরদিকে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২নং কেশার পাড় ইউপি, ৫নং অর্জুনতলা ইউপি ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন বাদে বাকী ৬ টি ইউনিয়নের নির্বাচন সেনবাগ পৌর নির্বাচনের সাথে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মনোয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার সহ মোট ৩ শ ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টায় মনোনয়ন পত্র দাখিলের সময় শেষে স্ব-স্ব নির্বাচনী এলাকার রিটানিং অফিসারগন এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান জানান-সেনবাগ পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৫ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১১জন ও ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২ শত ৪৪ জন,সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে সেনবাগের বিভিন্ন ইউনিয়নে কয়েকজন বিএনপি’র নেতা স্বতন্ত্র চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন- বিএনপি সমর্থিত ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান, আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী সোহরাব হোসেন সুমন,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম কন্টেকটর(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনিত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান, মোঃ আলী হোসেন (স্বতন্ত্র),মো: মোখলেছুর রহমান (স্বতন্ত্র),মোঃ আবুল খায়ের (স্বতন্ত্র)।

৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- জেলা আওয়ামীলীগের সদস্য আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী শওকত হোসেন কানন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এয়াছিন কন্টেকটর,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকের আহম্মেদ, বিএনপির সমর্থিত জহিরুল ইসলাম কামাল (স্বতন্ত্র), মোঃ শাহ আলম ভুঁইয়া(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনিত প্রার্থী আলী উল হক।

৪নং কাদরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী কামরুজ্জামান পলাশ,স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম,ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভুইয়া ও মোঃ মোবারক হোসেন মামুন (স্বতন্ত্র)।

৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপি’র সমর্থিত বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার(স্বতন্ত্র প্রার্থী), আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মো: আজাদ হোসেন, বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান মমিন উল্ল্যা মমিন (স্বতন্ত্র), জেলা পরিষদ সদস্য ও বিএনপির সমর্থিত জহিরুল ইসলাম (স্বতন্ত্র) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক দুলু (স্বতন্ত্র),সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা সাইদুজ্জামান স্বপন(স্বতন্ত্র) ও নিজাম উদ্দিন (স্বতন্ত্র) ।

৮নং বীজবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপির সমর্থিত বর্তমান চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানী (স্বতন্ত্র) ,আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আলমগীর,আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন কাজল (স্বতন্ত্র),আবুল কাশেম(স্বতন্ত্র) ,জান্নাতুল ফেরদাউস(স্বতন্ত্র),হারুনুর রশিদ (স্বতন্ত্র),জাকের পার্টির মনোনীত মো: সাহাব উদ্দিন।

৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপির সমর্থিত বর্তমান চেয়ারম্যান আমিন উল্ল্যা বিএসসি (স্বতন্ত্র),আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী খাজা খায়ের সুজন, সাবেক চেয়াররম্যান আবদুল ওহাব (স্বতন্ত্র),সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন সোহেল (স্বতন্ত্র),ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ ইসমাইল হোসেন, সামছল হক(স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর ও ভোট।গ্রহণ হবে ২৮ নভেম্বর।

আপনার মতামত দিন

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com