মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

কালিয়ার ইলিয়াছাবাদ ইউপি নির্বাচনে তৃনমূল ও সাধারণ মানুষের আস্থার প্রার্থী মল্লিক মনিরুল ইসলাম।

কালিয়া, নড়াইল প্রতিনিধিঃ

কালিয়ার ইলিয়াছাবাদ ইউপি নির্বাচনে তৃনমূল ও সাধারণ মানুষের আস্থার প্রার্থী মল্লিক মনিরুল ইসলাম।

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের সচেতন জনগণ ও তৃনমূলের নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলামের ফরম কিনেছেন বলে একান্ত সাক্ষাতকারে জানা যায়। তৃনমূল নেতাকর্মীরা পদপদবীর তোয়াক্কা না করে মল্লিক মনিরুলের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত রয়েছেন। ০২ নভেম্বর  (সোমবার) রাতে সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে সাবেক চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম জানান, বর্তমান চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির কারণে আজ সাধারণ মানুষ দিশেহারা। একজন অযোগ্য ও অথর্ব লোককে নৌকা প্রতিক দেওয়য়া মাননীয় প্রধানমন্ত্রীর ২০২১ সালের ভিষন পুরন বাঁধাগ্রস্ত হবে। সামান্য নাগরিক সনদ, জন্ম সনদ দিতেও বর্তমান চেয়ারম্যান কমপক্ষে ৫০০/১০০০ টাকা করে নেন বলে তিনি জানান। এছাড়া ২০১১ সালের স্থাণীয় সরকার নির্বাচনে তৃনমূলের ৭০ ভোটরে মধ্যে ৬৭ ভোট ভোট পেয়েও তিনি মনোনয়ন পাননি এবং স্বতন্ত্র নির্বাচন করায় বর্তমান চেয়ারম্যান ভুয়াপুলিশ সাজিয়ে ও নৌকার প্রভাব খাটিয়ে ভোটারদের মধ্যে ভিতি সঞ্চার করে আমাকে গৃহবন্দি করে রাখে। তার পরেও আমি ১৮৫ ভোটে হেরে গিয়েছিলেন বলে একান্ত সাক্ষাতকারে জানান। তিনি আরো বলেন, আমার তৃনমূলের নেতাকর্মী, উপজেলার নেতাকর্মী ও জেলার নেতাকর্মীরা আমার পক্ষে থাকলেও এবার আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। অতঃপর আমার ভালসার মানুষেরা ও তৃনমূলের নেতাকর্মীরা আমার অজান্তে ফরম কিনে আনে এবং তাদের ভালবাসা আমি ফেলতে পারিনি। অবশেষে ২৮ অক্টোবর আমি ফরম জমা দেই।
দলের সিদ্ধান্ত অনুযায়ী পদে থাকা কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলে দল তাকে  বহিস্কার করবে- এই প্রশ্নে জবাবে মনিরুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। তবে অযোগ্য কোন লোককে চেয়ারম্যান বানিয়ে আমি আমার ইউনিয়নের ক্ষতি হতে দিবনা। আমার পক্ষে আমার ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ পাগলের মতো কাজ করে যাচ্ছে। এবার নির্বার নির্বাচনে আমি চেয়ারম্যান হবো ইনশাল্লাহ।

আপনার মতামত দিন

Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com