মোঃ হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর থেকে :
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ‘মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানে ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ইসলামপুর থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে থানা মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল।
উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য গবেষণা সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সদর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন,প্যানেল মেয়র দেলুয়ার হোসেন লেবু, ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম বারী, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ প্রমুখ।
হোসেন শাহ্
ইসলামপুর,জামালপুর।
৩০.১০.২১
Posted ১০:৩২ অপরাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১