শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ঘোড়াশাল পৌরসভার সতন্ত্র প্রার্থী শেখ মোঃ ইলিয়াছ এর প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন

হাজি জাহিদ, নরসিংদী থেকে :

ঘোড়াশাল পৌরসভার সতন্ত্র প্রার্থী শেখ মোঃ ইলিয়াছ এর প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন

ঘোড়াশাল পৌরসভার সতন্ত্র প্রার্থী শেখ মোঃ ইলিয়াছ এর প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন।

হাজী জাহিদ, নরসিংদী : আসন্ন ঘোড়াশাল পৌরসভার নির্বাচনে পলাশ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( সাবেক) শেখ মোঃ ইলিয়াছ মেয়র পদপ্রর্থীতা প্রত্যাহার করে নৌকার প্রার্থী মোঃ আল – মুজাহিদ তুষার কে সমর্থন করেন,আজ দুপুরে পলাশ উপজেলার নির্বাচন কমিশন অফিসে এসে তার মনোনয়ন প্রত্যাহার করেন,এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক পলাশ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিম,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মাকসুদ,ঘোড়াশাল পৌরসভার সাবেক আওয়ামী যুবলীগের সভাপতি বাদল, সহ অনেকে আওয়ামী লীগের নেতা কর্মি সমর্থক বিন্দু, তবে মুল আকর্ষন ছিল আসন্ন ঘোড়াশাল পৌরসভার নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী আল- মুজাহিদ তুষার তিনি সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করে শেখ মোঃ ইলিয়াছ কে ধন্যবাদ জানান এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এক আনন্দ ঘন পরিবেশে শেখ মোঃ ইলিয়াছ এর মনোনয়ন প্রত্যাহার হয়।এসময় শেখ মোঃ ইলিয়াছ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমি আমার রাজনৈতিক অভিবাক কেন্দ্রীয় হাইকমান্ড মির্জা আজম সাহেবের সাথে কথা বলেছি তিনি ও প্রত্যাহার এর কথা বলেন, আমি আওয়ামী লীগের বাহিরে যাওয়ার কোন ইচ্ছা বা সুযোগ নেই।নেত্রী যাকে নৌকা দিয়েছেন আমি তাকে সমর্থন দিয়ে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। আমার যাহারা ভক্ত বৃন্দ আছেন এবং আমাকে সমর্থন করেন তাদের কে ও আমি অনুরোধ জানাই সবাই যেন নৌকা কে সমর্থন দিয়ে নৌকা বিজয়ের জন্য কাজ করে আরো বলেন আমি আমার লোকজন কে নিয়ে আগামী ২ তারিখে নৌকার প্রার্থী আল- মুজাহিদ তুষার বিজয়ের মালা গলায় পরিয়ে ঘরে পিরব ইনশাআল্লাহ। পরে আল- মুজাহিদ তুষার তিনি বলেন আমি ঘোড়াশাল পৌরসভায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই,আর এ নির্বাচনে আমিই বিজয়ী হব,আর এ বিজয় হবে আওয়ামী লীগের তৃণমূলের এবং ঘোড়াশাল পৌরসভার জনগণের বিজয়,আমি মেয়র হলে,সামাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে, সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত পৌরসভা করব,এবং রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা আলোকিত করন ব্যাবস্থা সহ যা যা দরকার সবই করে ঘোড়াশাল পৌরসভাকে আধুনিক পরিচ্ছন্ন পৌরসভায় রুপান্তরিত করব।আমাকে সবাই ভোট দিবেন এবং সব ধরনের সহযোগিতা করবেন।

আপনার মতামত দিন

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com