অভিশেখ চন্দ্র রায় , (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাহেব আলী জাম্বু (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ (১৩ অক্টোবর) ভোরবেলার দিকে রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বরর্মপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলীর মেয়ে বন্যা আক্তার বলেন, বাবা রাতে না খাইয়ে শুয়ে পড়েন, তার পর ভোরবেলায় তার নিজ ঘরের বারান্দায় আমি ঝুলন্ত লাশ দেখতে পাই। দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করি এবং চিৎকার করে বাড়ির লোকজন কে ডাকাডাকি করি। পরে এলাকার লোকজন বাড়িতে ছুটে আসে।
রানীশংকৈলে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল বলেন, আমাদের সন্দেহ হওয়ার কারনে লাশটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১