শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার হোসেনের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

মোঃ শোভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া:

ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার হোসেনের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া: ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,
দৈনিক ইত্তেফাকের বিশিষ্ট সাংবাদিক, ভেড়ামারা পৌরসভার তিনবার নির্বাচিত তৎকালীন কমিশনার ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব একেএম কাওসার হোসেনের নামাজের জানাযা আজ রোববার সকাল ১০.০০ টায় ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

মরহুমের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানাযাতে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র অালহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র অানোয়ারুল কবির টুটুল, সাবেক এমপি আহসান হাবিব লিংকন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র নাঈমুল হক, কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, খসরুজ্জামান ফারুক সহ সমাজের সর্বস্তরের নাগরিকগণ উপস্থিত ছিলেন।

সমবেত মুসল্লীগণ নামাজে জানাজায় অংশগ্রহণ শেষে ফারাকপুর গোরস্থানে মরহুমকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গভীর শ্রদ্ধায় অন্তিম শয্যায় শায়িত করেন।

এর আগে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জীবিতাবস্থায় ডাঃ কাওসার হোসেন একজন পরহেজগার সজ্জ্বন ব্যক্তি ছিলেন। সমাজে নির্ভেজাল ভাল মানুষ হিসেবে তিনি স্বীকৃতি লাভ করে পরিচিত ও সাংবাদিক মহলে শ্রদ্ধা ও ভালবাসার স্থান লাভ করেন। খুবই বিনয়ী ও অমায়িক ব্যবহারের ব্যক্তিত্ব ছিলেন। তিনি ভেড়ামারা প্রেসক্লাবের বর্তমান সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল এর আপন ভ্রাতা। তার চির বিদায় ভেড়ামারার জনমনে শোকের ছায়ার রেখাপাত ঘটায়। সবাই মরহুমের আত্মার পারলৌকিক চিরশান্তি কামনা করেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যা ০৬.৩০ মিনিটে তিনি নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আপনার মতামত দিন

Posted ৭:১১ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com