শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

সিংড়ায় ব্যবসায়ীকে মারপিটে এএসআইয়ের বিরুদ্ধে মানববন্ধন

আমিনুল হক নাটোর প্রতিনিধি:

সিংড়ায় ব্যবসায়ীকে মারপিটে এএসআইয়ের বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের সিংড়ায় ব্যবসায়ীকে মারপিট করে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর অভিযোগ এনে থানার সহকারী উপ-পরিদর্শক সানেয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিলদহর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে, গত রাতে ওসমান গনির মার্কেটের মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমান গনির স্ত্রী আর্জিনা বেগম, জামাই জীবন হাসান, মেয়ে ফারহানা খাতুন।

ওসমান গনির স্ত্রী আর্জিনা বেগম বলেন, সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যাবার পথে আমার স্বামীকে এএসআই সানোয়ার ধরে হ্যান্ডক্যাপ পরায়। সে জানায় আমার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট আছে। তখন সে বলে আমি মন্ত্রীর সাথে কথা বলেছি। তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বেধড়ক মারপিট করতে থাকে এবং উত্তেজিত হয়ে বলে কাউকে টাইম নাই।

ওসমান গনির মেয়ে ফাহিমা ও ফারহানা জানান, আমার আব্বার কাছ থেকে দু’দফায় ৪০ হাজার টাকা এএসআই সানোয়ার নেয়। আরও ১লাখ টাকা দাবি করে আসছিল।

তবে এএসআই সানোয়ার হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে বিরোধের কারনে কোর্ট ১৪৪ধারা জারি। এরআগে মৌখিক ভাবে ওসমান গণিকে নিষেধও করা হয়েছে। তারপরও সে ১৪৪ধারা ভঙ্গ করে কাজ করছিল। যার কারনে তাকে আটক করতে গিয়ে ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে ওসমান গণির বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তবে এএসআই সানোয়ার হোসেন বলেন, টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়, আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা প্রমান করুক।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, কাল এ বিষয়ে আমার পরিষদে দু পক্ষকে মিমাংসার জন্য ডাকছিলাম। এখানে আসার কথা ছিলো। পরে শুনি পুলিশ ধরে নিয়ে গেছে।

রবিবার এএসআই সানোয়ার কে মারপিট এবং আদালতের নির্দেশ অমান্য করায় ওসমান গনির বিরুদ্ধে এসআই মোজাম্মেল বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৩৮।

আপনার মতামত দিন

Posted ৮:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com