মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

চাঁপাইনবাবগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক সদর উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং চেতনা মানবিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আনোয়ার কামাল। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন, নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ইব্রাহিম হোসেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, শিক্ষক কে এ এম মাহফুজুর রহমান, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ প্রমূখ।
বক্তারা বলেন, সংবিধাণে শিক্ষাকে মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। তারই আলোকে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বা ঝরে পড়ছে তাদের শিক্ষার জন্যই উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের শতভাগ শিশুর জন্য শিক্ষা নিশ্চিতকরণে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
শিশুরা যাতে ঝরে পড়ে না যায়, সেজন্য সরকার প্রাথমিকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুরা প্রধান্য পাবে। ভিষণ ২০৪১ এ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
সোনার বাংলা গড়তে হলে দরকার শিক্ষা। যারা পিছিয়ে আছে তাদেরকে আলোকিত করার জন্যই সরকার এই উদ্যোগটি নিয়েছে।

 

আপনার মতামত দিন

Posted ৬:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com