মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
কালিয়ায় উপজেলা গহরডাঙ্গা যুবলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ আগষ্ট (রোববার) সকালে উপজেলা গহরডাঙ্গা ইউনিয়নের মধুমতী আদর্শ বিদ্যালয় সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদারের সভাপতিত্বে, আলোচনা সভা ও সময় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মোকার হোসেন (হিরু) সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, গহরডাঙ্গা সাবেক চেয়ারম্যান বাবু নিরমল মন্ডল । আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করা হয়। পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখে গহরডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি ঝুনু মোল্লা ও ৬নং ওয়ার্ডের শরিফুল সিকদার শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বর্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বাজার জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে। ইউনিয়নের আ’লীগ, আওয়ামী যুবলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১