মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যাবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. শওকত আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১