শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

খুলনা বিভাগে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃত্যু তবে কমেছে শনাক্ত

শেখ মোঃ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টেরঃ

খুলনা বিভাগে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃত্যু তবে কমেছে শনাক্ত

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। তবে কমেছে শনাক্তে সংখ্যা। গেল ২৪ ঘন্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩২২ জনের। এর আগে ১৩ আগস্ট শুক্রবর বিভাগে ১৭ জনের মৃত্যু এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ১৪ আগস্ট শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৭ জন, যশোর ও মেহেরপুরে দুজন করে এবং নড়াইলে একজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫২২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৪৩৯ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৭২৪ জনের। মারা গেছেন ৭০৫ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ২৬৩ জন।বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭১৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ২০৩ জন।সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩২৪ জনের এবং মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২১৬ জন। গত২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ৩৯০ জন। মোট মারা গেছেন ৪২০ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৩৩ জন। ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৫৩ জনের। মোট মারা গেছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৫২ জন।মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৫৮ জনের। মোট মারা গেছেন ৮১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪০৮ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে কোন ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৭১ জনের। মোট মারা গেছেন ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৯৬ জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৩৪ জনের। মোট মারা গেছেন ৬৭১ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪২৫ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র একজনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জনের। মোট মারা গেছেন ১৮০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৪ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৯০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৪৯ জন।

আপনার মতামত দিন

Posted ৩:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com