মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টার :
মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনায় শুরু হয়েছে এক টাকায় আহার বিতরণ কার্যক্রম। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়েছে। ১৩ আগস্ট শুক্রবার দুপুরে খুলনা জেলাখানা ঘাটের ওপারে রাজাপুরের একটি বস্তিতে এক টাকায় শতাধিক হত দরিদ্র মানুষকে আহার দিয়েছে বিদ্যানন্দ। এক টাকায় আহারের মধ্যে ছিলো ভাত ও মুরগির মাংস। ১০৫ জনকে এ খাবার দেওয়া হয়। প্রতিদিন এ কার্যক্রম চলবে। শুধু মাত্র দরিদ্র, অসহায় ও বঞ্চিতদের এ খাবার দেওয়া হবে। আজ ভাত আর মুরগির মাংস দেওয়া হয়েছে। এ দিকে আগে ১২ আগস্ট বৃহস্পতিবার খুলনার ফুলবাড়ি গেটে এ্যাজাক্স জুট মিল শ্রমিকদের শিশু ও দৌলতপুর মহেশ্বরপাশায় জোড়া খাসির মাংস ও ভাত দিয়ে খুলনায় এক টাকায় আহার কার্যক্রম শুরু করা হয়। ওই দিন ২৫০ শিশু ও বৃদ্ধদের খাবার নেওয়া হয়। উক্ত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানায়, এক বেলার এই খাবার যেন অসহায় মানুষেরা ভিক্ষাবৃত্তি বলে মনে না করেন এজন্য সবার কাছ থেকে এক টাকা নেওয়া হচ্ছে। এক টাকায় এক প্যাকেট খাবার পেয়ে খুশিতে আত্মহারা দরিদ্র মানুষগুলো।বিদ্যানন্দের নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক খুলনার কার্যক্রম শুরু করার বিষয়ে জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা। এসব এলাকায় ইতিপূর্বে বিদ্যানন্দ ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছিল। তারই ধারাবাহিকতায় খুলনায় স্থায়ীভাবে কাজ করার জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে জোড়া খাসি দিয়ে এক টাকার আহারে কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় পূর্বপাড়া রূপসায় ১৩ আগস্ট শুক্রবার সকালে সবুরণনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ১০৫ জন অসহায় দুঃস্থ শিশুদের মধ্যে এক টাকার আহার বিতরণ করা হয়। এ সময় প্রতিটি শিশু এক টাকার বিনিময় এই খাদ্য গ্রহণ করে।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১