মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

উখিয়া টেকনাফ রোহিঙ্গা শিবিরে করোনার টিকাদান কর্মসূচি শুরু

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

উখিয়া টেকনাফ রোহিঙ্গা শিবিরে করোনার টিকাদান কর্মসূচি শুরু

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে একযোগে শুরু হয়েছে রোহিঙ্গাদের টিকাদান কার্যক্রম। প্রথম দফায় ৫৫ বছর বা তারও বেশি বয়সের ৪৮ হাজার ৬০০ রোহিঙ্গা নারী-পুরুষকে চীনের তৈরি সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০ টা থেকে অস্থায়ী টিকা কেন্দ্রে এ কর্মসূচি একযোগে শুরু হয়।

রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬ টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে।

উখিয়ার কুতুপালংয়ের ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের হাসাপাতালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত।

 

শাহ রেজওয়ান হায়াত বলেন, সরকারের অর্থায়নে রোহিঙ্গাদের টিকা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে আমরা আরআরআরসি অফিস, জেলা সিভিল সার্জন অফিস টিকাদান কার্যক্রমের বাস্তবায়ন করছি। কিছু আন্তর্জাতিক সংস্থা আমাদের কারিগরি সহায়তা করছে।

কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান বলেন, প্রথম দফার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টিকা সব কেন্দ্রেই যথাসময়ে সরবরাহ করা হয়েছে। প্রথম ডোজ যারা পেয়েছেন তাঁদের যথা সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

আপনার মতামত দিন

Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com