শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

কাশিমপুরে করোনাভাইরাস টিকার আহবান জানিয়ছেন সফল কাউন্সিলর দবির উদ্দিন সরকার

কাশিমপুরে করোনাভাইরাস টিকার আহবান জানিয়ছেন সফল কাউন্সিলর দবির উদ্দিন সরকার

মোঃ নূরে আলম জিকু গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ড মহামারী প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন দেওয়ার জন্য আহবান জানিয়েছন গাজীপুর সিটি কর্পোরেশন
০৫ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আলহাজ্ব দবির উদ্দিন সরকার।
আজ সরকার ঘোষিত ঘনহারে টিকার কর্মসূচি চলছে , কাশিমপুর ৬ টি ওয়ার্ড আজ শনিবার এক যোগে টিকা দেওয়া হচ্ছে।পাইলট প্রকল্পে শুধুমাত্র যাদের বয়স ২৫ বছর পূর্ন হয়েছে বা তদূর্ধ্ব তারা তাদের জাতীয় পরিচয় পত্র নিয়ে ০৫ নং ওয়ার্ডের বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসাতে টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) করতে পারবেন। আশা করি ঘনহারে টিকার কর্মসূচি চলমান থাকবে। পর্যাকর্মে সকলকে টিকার আওতায় আনা হবে। ২৫ বছরের উপরে সকলে নির্দিষ্ট ফরমে তথ্য পূরন করে রেজিস্টেশন কার্ড ছাড়াও টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) নিতে পারবেন।
টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) গ্রহণকারীদের নির্দিষ্ট ফরম পূরণের জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার সাথে করে নিয়ে আসতে হবে।
তিনি জানান ক্যাম্পেইনে ২৫ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) প্রদান করা হবে।
এবং ক্যাম্পেইন শুরুর প্রথম ২ ঘন্টা অগ্রধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের কে টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) প্রদান করা হবে।
তবে টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও টিকা কার্ড (যারা এরমধ্যে রেজিস্ট্রেশন করেছেন) সাথে আনতে হবে।
এই ক্যাম্পেইনে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীগণকে টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) প্রদান করা হবে না।
টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) প্রদান কেন্দ্রে অবশ্যই মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।

আপনার মতামত দিন

Posted ৭:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com