রবিবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

কাশিমপুরে কঠোর লকডাউন সপ্তম দিনে কঠোর অবস্থানে পুলিশ

নূরে আলম জিকু, টংগী মহানগর থেকে:

কাশিমপুরে কঠোর লকডাউন সপ্তম দিনে কঠোর অবস্থানে পুলিশ

নূরে আলম জিকু গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানাধীন, কঠোর লকডাউনে সপ্তম দিনে কঠোর অবস্থানে কাশিমপুর থানা পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা এলাকায় লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কোন ধরনের যাত্রীবাহী কিংবা অন্য গণপরিবহন, প্রাইভেটকার কিংবা যানবাহনকে ছাড় দেয়া হচ্ছে না।আজ বৃহস্পতিবার (২৯ জুলাই ) সকাল থেকে কাশিমপুর থানা এলাকায় সড়ক ও মহল্লায় পুলিশের তল্লাশি সময় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। কাশিমপুর থানা এলাকায় হাতিমারা, কাজী মার্কেট, বারেন্ডা, সুলতান মার্কেট লতিফপুর, মোজারমিল,চক্রবর্তী, ভবানী পুর, জিতার মোড়,শষান ঘাট সহ বিভিন্ন স্থানে লকডাউনে বাস্তবায়নে কাজ করছে কাশিমপুর থানা পুলিশ।
সরেজমিনে দেখা যায়, কাশিমপুর থানা এলাকায় বেশ কিছু পয়েন্টে পুলিশ তল্লাশি চৌকিগুলোতে কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে রাতভর পর্যন্ত কোন ধরনের যানবাহন (জরুরি সেবা ব্যতিত) কাশিমপুর থানা এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি। যে স্থান থেকে পরিবহনগুলো এসেছে সে স্থানেই তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করতে চাইলেই দেয়া হয়নি। কাশিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবে খোদা জানান, আমরা কাশিমপুর থানা এলাকায় অধিকাংশ সড়ক তল্লাশি চৌকি স্থাপন করেছি। লকডাউন না মানার কোন সুযোগ নেই। জীবনকে আগে গুরুত্ব দিতে হবে এবং সরকারি নির্দেশনা পুরোপুরি পালন করতে হবে। মহাসড়কে জরুরী প্রয়োজন ছাড়া চলাচলের কোন সুযোগ নেই।কাশিমপুর থানা এলাকায় আপাতত বিচ্ছিন্ন করা হয়েছে, তাই এখানে কেউ চাইলেই প্রবেশ করতে কিংবা এখান থেকে বের হতে পারবেন না। সরকারের সাস্থ্য বিধিনিষেধ কঠোর লকডাউন কার্যকর করতে কাজ করে যাচ্ছে কাশিমপুর থানা পুলিশ।
বার্তা প্রেরক
নূরে আলম জিকু
গাজীপুর প্রতিনিধিঃ

আপনার মতামত দিন

Posted ৮:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com