সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

মুরাদনগরে নিদারুণ কষ্টে জীবন কাটাচ্ছেন ১১৫ বছরের দুধনেহের।

শামীম ইসলাম কুমিল্লা থেকে সংবাদ কর্মী ::-

মুরাদনগরে নিদারুণ কষ্টে জীবন কাটাচ্ছেন ১১৫ বছরের দুধনেহের।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের হতদরিদ্র অসুস্থ ১১৫ বছরের দুধনেহের। দীর্ঘদিন থেকে অভাবী সংসারে
অসহায় ভাবে মানবেতর জীবন যাপন করছেন। এলাকার লোকজন থেকে জানা যায় এখন তার বয়স প্রায় ১১৫ বছর কিন্তু তার জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ দেওয়া আছে ১৯২০ যার হিসাব অনুযায়ী তার বয়স ১০১ বছর। বর্তমানে তার দেখা দিয়েছে শ্বাসকষ্ট সহ নানা রোগ।আজ থেকে ৫০ বছর আগে তার স্বামী মারা যান।তার স্বামীর মৃত্যুর পর থেকে তার জীবনের সংগ্রাম শুরু। তিনি মানুষের বাড়ীতে কাজ করে সংসার এবং ছেলে মেয়েদের লালন পালন করেছিলেন।ভাগ্যের নির্মম পরিহাস তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পরেছিলেন।এরপর থেকেই পরিবারে অস্ব”ছলতা দেখা দেয়।

(নুন আনতে পান্তা ফুরায়)

এমন অবস্থায় তার রোগের চিকিৎসা করানো দায় হয়ে দাড়িয়েছে।সম্প্রতি সরেজিমনে দুধনেহের বাড়িতে গিয়ে দেখা গেছে, ঝরাঝীর্ণ একটি ঘরের মধ্যে শুয়ে আছেন। যে ঘরের মধ্যে অল্প বৃষ্টি হলেই পানি পড়ে, নেই কোন টিউবওয়েল এবং নেই কোন টয়লেট।তার ছেলে এবং ছেলের বউ এর কাছে গণমাধ্যম কর্মী পরিচয় দিলে কান্না জড়িত কষ্টের এসব কথা ব্যক্ত করেন। কোন রকমে পরের বাড়ীতে কাজকর্ম করে পরিবারের সংসার চালাই। নিজেদের চাষযোগ্য কোন জমি নেই। তার উপর মার চিকিৎসা করা। আমি আর চালাতে পারছি না।দুধনেহের বয়স্ক ভাতা প্রতি তিন মাস পর যে টাকা পান তা দিয়ে দুধনেহেরের এক মাসেরও চিকিৎসার টাকাও হয়না। এ কারণে নিদারুণ কষ্টে চলে অভাবের সংসার। অসুস্থ মা দুধনেহেরের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। তাই ছেলে হালিম দেশ-বিদেশে বিত্তবানদের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

কোন হৃদয়বান ব্যক্তি তাকে সহযোগীতা করতে চাইলে ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামে তার ছেলে হালিমের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার মতামত দিন

Posted ৩:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com