শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রয় করায় ৫ ফার্মেসীকে ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রয় করায় ৫ ফার্মেসীকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে ২৬ জুলাই সোমবার দুপুর ১২ টার দিকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ এর উপস্থিতিতে জেলা প্রশাসন বরিশালের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও মোঃ আতাউর রাব্বি এর নেতৃত্বে নগরীর শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় ঔষধ আইন, ১৯৪০ এর ধারা ১৮ এর উপধারাসমূহ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ঔষধ বিক্রয় করায় একই আইনের ধারা ২৭ মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর বরগুনা মেডিকেল হল কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন, একই সময় একই অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল মেসার্স পলি মেডিকেল কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি অপর একটি অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী বিভিন্ন অপরাধে ঔষধ আইন,১৯৪০ এর ১৮ (ক),(গ) ধারা এবং ভোক্তা অধিকার ৫১ ধারায় তিনটি ফার্মেসীতে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জাহানারা মেডিকেল হল কে ৩০ হাজার টাকা,

মহাসিন মেডিকেল হল কে ৩০ হাজার টাকা এবং রূপালী মেডিকেল হল কে ১০ হাজার টাকা। সর্বমোট ৫ টি ফার্মেসীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন বিজিবি ও মেট্রোপলিটন পুলিশ। জব্দকৃত ওষুধ পরে ধ্বংস করা হয়।

আপনার মতামত দিন

Posted ৯:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com