মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ মামলায় ৪,৮০০/- টাকা জরিমানা এবং ১ জনকে মাদক আইনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার বিকালে ভেড়ামারা গোডাউন মোড়, ভেড়ামারা বাজার, ঢাকা কোচ স্ট্যান্ড, দক্ষিন রেলগেট, নতুনহাট, সমিতির মোড়, আখ সেন্টার, গোলাপনগর বাজার, বাগগাড়ির মোড়, ইসলামপুর গেট, বাহাদুরপুর বাজার, কুচিয়ামোড়া বাজার, ঠাকুর দৌলতপুর, পরাণখালী বাজার, ধরমপুর রশিদি মোড়, ধরমপুর বাজার ও সাতবাড়ীয়ায় অভিযান পরিচালনা করেন সুযোগ্য ইউএনও জনাব দীনেশ সরকার।
এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮,সংক্রামক রোগ (প্রতিরোধ, নিন্ত্রণ ও নির্মূল) ২০১৮ মতে ৬ মামলায় ৯ জনকে ৪,৮০০/- টাকা অর্থদন্ড ও মোঃ আশরাফুল ইসলাম, রামচন্দ্রপুর, ভেড়ামারা, কুষ্টিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মতে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব দীনেশ সরকার উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভেড়ামারা থানার এসআই প্রকাশ রায় এবং এসআই জিল্লুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এবং ইউএনও অফিসের সাথে যুক্ত। আনসার ফোর্স ভ্রাম্যমান আদালতের কার্যক্রমকে সহায়তা করেন।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১