জামালপুর থেকে সংবাদ কর্মী হোসেন আলী শাহ্ ফকির :-
জামালপুরের ইসলামপুরে দূর্বৃত্তদের হাতে আওয়াল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানাযায়, শনিবার (২৪ জুলাই) রাতে তার বাড়ির পার্শ্ববর্তী রাস্তার মোড়ে চা খেতে যায় আওয়াল মিয়া। চা খেয়ে প্রতিদিন বাড়ি ফিরলেও সেদিন আর বাড়িতে ফিরে আসেনি।
রবিবার (২৫ জুলাই) সকালে তার নিজ বাড়ির পার্শ্বে তার মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। কে বা কারা তাকে খুন করছে তা নির্ণয় করতে পারেনি তার পরিবার ও স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ আওয়ালের লাশ উদ্ধার করে।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে ঘটনা তদন্ত করে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
হোসেন আলী শাহ্ ফকির
ইসলামপুর,জামালপুর।
২৫.০৭.২০২১
Posted ২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১