মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী তৎপরতা অব্যাহত রেখেছেন। বিধি নিষেধের দ্বিতীয় দিনে শনিবার ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান ইউএনও ইকতেখারুল ইসলাম। এ সময় মাস্ক না পড়া এবং অপ্রয়োজনে বাড়ীর বাহিরে বের হওয়ার কারনে পাঁচ জন পথচারীকে জরিমানা করা হয়। করোনা মহামারিতে মৃত্যু ও সংক্রামনের হার বৃদ্ধি পাওয়ায় তা কমিয়ে আনতে সরকার ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করেন। এতে উপজেলার হোটেল, রেস্তোরা, গার্মেন্টস এবং শপিংমল বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, করোনা মহামারিতে আক্রান্ত মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান চালানো হচ্ছে। এ সময় যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। এর পরেও যারা নিয়ম অমান্য করে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে বের হচ্ছে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১