শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

আমি ও আমার সুখ

লেখক:- মুন্নি আক্তার

আমি ও আমার সুখ

সেদিন প্রভাত ফেরীতে তোমার সাথে দেখা
সেদিন দেখেছিলাম তোমার হাসি মাখা মুখ।
শুনেছিলাম তোমার কথার গাঁথুনী।
তারপর অনেকটা পথ তোমার সাথে হাঁটলাম
ঘুরলাম, কথা বললাম ঘন্টার পর ঘন্টা।
এখন তোমাকে দেখিনা আগের অবয়বে
যেন শূণ্যতা ঘিরেছে তোমায়,
এখন তোমার মুখে আর হাসি ফুটেনা।
বিষন্ন লাগে তোমায় সারাটি ক্ষণ।
আজ সেদিনের কথা ভেবে
অশ্রু সিক্ত আখি,
এখন তুমি আর প্রভাভ ফেরীতে আসোনা
আমিও এখন আজ যাই না প্রভাত ফেরীতে।
আজ যেন সব কিছু এলোমেলো মনে হয়
যেন কিছুই আগের মতো নেই,
এখন আর কারো উপর রাগ অভিমান হয়না,
এখন যেন ভাল লাগা বলতে কিছুই নেই।
সুখেন নিশান উড়ে ছিল হৃদয় আকাশে
সে সময় দিনগুলো ভাল কেটে ছিল।
আমার আকাশে সুখের পতাকা শোভা পায়না
তাই তো সেদিন প্রবল বাতাসে
ছিড়ে গেছে সেই সুখের নিশানটি।

আপনার মতামত দিন

Posted ৭:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com