ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের তোহাবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা গ্রহনের ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন, গতকাল বৃহস্পতিবার আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অনাকাঙ্খিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। যা ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণোয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দীন আহমদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ ও চেম্বারের সভাপতি মোঃ এরফান আলী, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা আ.লীগের সদস্য এমরান ফারুক মাসুম, সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের জ্যোতি, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন প্রমূখ।
ফেরদৌস সিহানুক শান্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১৭৫৮৩৫৪২৭১
Posted ৬:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুলাই ২০২১