মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলা রূপসা উপজেলায় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করা সহ সকল নির্দেশনা মেনেই পবিত্র ঈদুল আযহা”র জামাত মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, খুলনা জেলা রূপসা উপজেলার সকল মসজিদ ও ঈদগাহ কমিটি বৃন্দ। এ দিকে খুলনা জেলা রূপসা উপজেলায় পবিত্র ঈদুল আযহা” প্রথম জামাত অনুষ্ঠিত হবে, সকাল ৬ ঘটিকর সময়.( ইমামাঃ মাওঃ মোঃ তৌহিদুল ইসলাম কচি) এবং রূপসা উপজেলায় পবিত্র ঈদুল আযহা”র দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, সকাল ৭ ঘটিকার সময়,.( হাফেজ মোঃ ইমরান হোসেন, হাফেজ মোঃ নাজমুল ইসলাম, হাফেজ মোঃ আঃ জলিজ সম্ননয়ে) কিসমত খুলনা সম্ননিত্ব ঈদগাহ ময়দানে এ ছাড়াও রূপসা উপজেলার তৃতীয় পবিত্র ঈদুল আযহা”র জামাত রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ গোলাম ফারুক হাওলাদার বাড়ী.( কিসমত খুলনা সুলতানি জামে মসজিদ) সকাল ৭টা ৩০ মিনিটের সময় অনুষ্ঠিত হবে,( ইমা মোঃ শেখ ক্বারী শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. এ ছাড়াও রূপসা উপজেলায় পবিত্র ঈদুল আজহা”র জামাত ধর্ম মন্ত্রণালয়ের ইসলামীক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হওয়া সহ পশু কোরবানি করার নিয়ম কানুন মেনেই পালিত হবে পবিত্র ঈদুল আজহা”র নামাজের জামাত সহ স্যস্হ্যবিধি মেনেই পালিত হবে পশু কোরবানি।
Posted ১১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১