উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:
নড়াইলের গরুহাট থেকে চুরি হওয়া ৬২ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন, নড়াইল জেলা পুলিশ। (১৮ জুলাই) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পহরডাঙ্গা গরুর হাট থেকে ৬২,০০০ হাজার টাকা চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধারের নির্দেশ প্রদান করেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এর নির্দেশক্রমে এ এস আই মোঃ মাহফুজুর রহমান, এ এস আই নাজিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতি থানাধীন পহরডাংঙ্গা পশুরহাট চলাকালীন সময়ে অভিযান চালায়ে ৬২,০০০ হাজার টাকাসহ মোঃ রফিকুল ইসলাম (২৫), পিতা মোঃ আতিয়ার রহমান, গ্ৰাম নাইলুয়া, থানা চিতলমারী,জেলা বাগেরহাটকে, গ্রেপ্তার করিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিককে বুঝিয়ে দেয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে আসামিকে জেল হাজতে প্রেরণের জন্য নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়। টাকার প্রকৃত মালিক মোহাম্মদ লিটন তালুকদার, পিতা মৃত,গিয়াস উদ্দিন তালুকদার, গ্রাম-গশেয়া, থানা ও জেলা গোপালগঞ্জ ।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১